ব্যাট হাতে বরাবরই ভালো খেলেন বাংলাদেশ হাই পারফর্মেন্স (এইচপি) দলের অধিনায়ক মাহমুদুল হাসন জয়। এবার বল হাতে যেন তাকে দেখা গেল নতুন রুপে। অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহীনসের বিপক্ষে এইচপি অধিনায়কের ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম্যান্সে ৫ রানের জয় পেয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান শাহীনসের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচে খেলেননি জয়। সেই ম্যাচে বড় পরাজয় সঙ্গী হয় বাংলাদেশ এইচপি (হাই পারফরম্যান্স) দলের। তবে ২য় ম্যাচে ব্যাট হাতে বাজিমাত তো করলেনই, বল হাতে তুলেছেন ফাইফার। মাত্র ২১ রান খরচ করে জয় তুলে নেন শাহিবজাদা ফারহান, তায়াব তাহির, ওমাইর বিন ইউসুফ, মোহাম্মদ আলী ও খুররাম শাহজাদের উইকেট।
ডারউইনে দ্বিতীয় ম্যাচে দুই ইনিংসে ২৯৫ রান করেছিল বাংলাদেশ এইচপি। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে শাহীনস গুটিয়ে যায় ১৭৯ রানে। সেবার বলে হাতই ঘুরাননি জয়। দ্বিতীয় ইনিংসে ২১৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই ইনিংসেও সর্বোচ্চ স্কোরার জয়, করেছেন ৬৫ রান। অর্ধশতক তুলেছেন আইচ মোল্লাও। ২৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৬ রান করে পাকিস্তান।
শেষ দিনে বাংলাদেশের দরকার ছিল ৬ উইকেটে আর পাকিস্তানের জিততে প্রয়োজন ১৬০ রান। যা তাড়া করতে নেমে জয়ের কাছেই ৫ উইকেট হারিয়ে ৫ রানের পরাজয় বরণ করে পাকিস্তানিরা। জয়ের ৫ উইকেট ছাড়াও রেজাউর রহমান রাজা তিনটি ও হাসান মুরাদ দুটি উইকেট শিকার করেন।