বোর্ডার-গাভাস্কার সিরিজে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনেই রোমাঞ্চ ছড়াচ্ছে ভারত। প্রথম দিন মাত্র ১০৯ রানে গুটিয়ে গেলেও রবীন্দ্র জাদেজা-রবিচন্দ্রন অশ্বিন-অক্ষর প্যাটেলদের দুর্দান্ত বোলিংয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে অজিরা তুলেছে ১৯৭ রান, নিয়েছে ৮৮ রানের লিড।
আগের দিন ৪ উইকেটে ১৫৬ রান করা অজিরা দ্বিতীয় দিন বাকি ৬ উইকেট হারিয়ে তুলেছে মাত্র ৪১ রান। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন উসমান খোওয়াজা। এছাড়াও, ৩১ রান করেছেন মার্নাস লাবুশেন। স্টিভ স্মিথ আউট হয়েছেন ২৬ রানে। ভারতের পক্ষে চার উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা। এছাড়াও ৩টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ ব্রেকে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে ভারত তুলেছে ১৩ রান। রোহিত শর্মা ৫ এবং শুবমান গিল অপরাজিত আছেন ৪ রানে। ৭৫ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।