করোনা মহামারীর বাধা পেরিয়ে ২০১৯-২০ মৌসুমের পর আবার শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামীবছরের ২০ জানুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারীর মাঝামাঝি সময়কালে আয়োজিত হবে বাংলাদেশের সবচেয়ে বড় টি-টোয়েন্টির মহাযজ্ঞ। এজন্য ছয়টি দলের দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ এইবছরের ৫ ডিসেম্বর।
বৃহস্পতিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
“আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছে। ২০ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করব।”
সুজনের বলেছেন, ‘আমার দেশে তো এখনো সব স্বাভাবিক আছে। ভাইরাসের প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে। তখন হয়তো চিন্তায় কিছু ফাইন টিউনিং করতে হবে।’