১৩ জানুয়ারি ২০২৫, সোমবার

টোকিও অলিম্পিক: জাপানের রাজত্বে চীনের হানা

- Advertisement -

আগেই বাদ পড়েছিলেন রোমান সানা, মিক্সড ডাবলসে তার সঙ্গী দিয়া সিদ্দিকীর অলিম্পিক যাত্রাও শেষ হলো বৃহস্পতিবার। রিকার্ভের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের এই আর্চার। বাংলাদেশের দুঃসময়ের দিনে পদক তালিকায় চীনের সঙ্গে পাল্লা দিয়েছে জাপান। দুই দেশের স্বর্ণ পদক সমান ১৫টি করে, তবে জাপানের থেকে ৬টি পদক বেশি নিয়ে শীর্ষে চীন।

আগেরদিন অলিম্পিককে বিদায় বলে দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট সিমোন বাইলস। তার অনুপস্থিতিতে অলঅ্যারাউন্ডে সোনা জিতেছেন স্বদেশী সুনিসা লি। জিমন্যাস্টিকসের এশিয়ান বংশোদ্ভুত প্রথম নারী লি, যিনি এশিয়ার বাইরের কোন দেশের হয়ে স্বর্ণপদক জিতলেন। রৌপ্য জেতা ব্রাজিলের রেবেকা আন্দ্রেদা নিজ দেশকে এনে দিয়েছেন নারীদের জিমন্যাস্টিকসের প্রথম পদক। যেটা আবার লাতিন অঞ্চলের মেয়েদেরও প্রথম জিমন্যাস্টিকস মেডেল।

 

টেবিল টেনিসের নারী এককে অভিষেকেই সোনা জিতেছেন চীনের চেন মেং। জুডোর ১০০ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন আরেক অভিষিক্ত জাপানের অ্যারন উলফ। জুডোর নারী এককেও সোনা জিতেছেন একজন অভিষিক্ত, ৭৮ কেজিতে সোনা জিতেছেন আরেক জাপানি হামাদা শরি।

সাঁতারের পুরুষ এককে ১০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন ক্যালেব ড্রেসেল। দিনের শেষভাগে বাটারফ্লাইয়ে নেমে ছুঁয়েছেন ২০১৬ রিও অলিম্পিকে জোসেফ স্কুলিংয়ের গড়া ৫০.৩৯ সেকেন্ডের রেকর্ড।  সেই স্কুলিং এবার পুরুষ এককে ছিলেন একেবারেই নিষ্প্রভ। সাঁতারে স্বর্ণজয়ীদের পা হড়কানোর গল্প আছে আরো। রিও অলিম্পিকে ১০০ মিটার ব্যাক স্ট্রোক এবং ২০০ ও ৪০০ মিটার মিডলেতে সোনা জেতা হাঙ্গেরির নারী সাঁতারু কাতিনকা হোসুওর এবার বাদ পড়েছেন সবগুলো ইভেন্ট থেকেই। শুক্রবার বাংলাদেশের পক্ষে অলিম্পিকের পুলে নামবেন আরিফুল ইসলাম এবং জুনায়না আহমেদ। দুজনই অংশ নেবেন ৫০ মিটার ফ্রি স্টাইলে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img