১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

কোহলি-রাহুলের সেঞ্চুরিতে ভারতের ৩৫৬

- Advertisement -

এশিয়া কাপে সুপার ফোরে রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে জোড়া সেঞ্চুরি ও ফিফটিতে পাকিস্তানের বিপক্ষে ৩৫০ রানের সংগ্রহ পেয়েছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১২২ রানের ইনিংস খেলেন ভিরাট কোহলি । বাবর আজমের দলের জয়ের জন্য প্রয়োজন ৩৫৭ রান।

রবিবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৪.১ ওভারে ২ উইকেটে ১৪৭ রান তুলেছিলো রোহিত শর্মার দল। সোমবার সেখান থেকেই শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার ভিরাট কোহলি ও লোকেশ রাহুল। শুরুতে দুজনে দেখেশুনে খেললেও আস্তে আস্তে রান বাড়ানোর দিকে মনোযোগ দেন তারা। ইনিংসের শেষ পর্যন্ত দুজনে মিলে গড়েন ১৯৪ বলে ২৩৩ রানের জুটি।

আগের দিন হতাশ করা পাকিস্তানি পেসাররা এদিনও ভালো কিছু করতে পারেনি। ভারতের কোনো উইকেট নিতেই পারেননি তারা। উল্টো মরার উপর খারার ঘা হিসেবে সোমবার ইনজুরির কারণে মাঠেই নামেননি হারিস রউফ। তার অবর্তমানে ইফিতখার আহমেদকে দিয়ে বল করাতে বাধ্য হয়েছেন বাবর।

সোমবার ২৮ বলে ১৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামা রাহুল ফিফটি করেছেন ৬০ বলে। এরপর শাহিন-নাসিমদের উপর চড়াও হন তিনি। পাকিস্তানি বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারি মেরেছেন। ১০০ বলে সেঞ্চুরির দেখা পান রাহুল। শেষ পর্যন্ত ১০৬ বলে ১২ বাউন্ডারি ও ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকেন তিনি।

কোহলি-রাহুল জুটিতে উঠেছে ২৩৩ রান

কোহলি ফিফটি করেছিলেন ৫৫ বলে। এরপর বলের সাথে পাল্লা দিয়ে রান করেছেন তিনি। ৬০ রানে অবশ্য থার্ড ম্যানে ক্যাচ দিয়েছিলেন সময়ের অন্যতম সেরা ব্যাটার। সেই ক্যাচ নেওয়ার কোনো চেষ্টাই করেননি নাসিম। এরপরের ওভারেই মেরেছেন ছক্কা। এদিন ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক ছুয়েছেন কোহলি। এর পরের বলেই পেয়ে যান ৪৭তম সেঞ্চুরির দেখা।

পাকিস্তানের হয়ে ১০ ওভারে ৭১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন শাদাব খান। শাহিন শাহ আফ্রিদি একটি উইকেট নিতে খরচ করেছেন ৭৯ রান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img