১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

জ্যোতির সেঞ্চুরিতে বাংলাদেশ নারী দলের দ্বিতীয় জয়

- Advertisement -

সিলেটে সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির শতকে ৭ উইকেটের সহজ জয় পেয়েছে স্বাগতিকরা।

টস জিতে ব্যাট করতে নেমে আন্ড্রি স্টেইন ও রবিন সিয়ার্লের উদ্বোধনী জুটি সাউথ আফ্রিকাকে এনে দেয় ৫৭ রান। দলের হয়ে সবোর্চ্চ ৮০ রানের ইনিংস খেলে সালমা খাতুনের বলে আউট হন আন্ড্রি। এর পর আরও দুই উইকেট হারিয়ে বিপদে পরে সফরকারীরা। শেষ পর্যন্ত ৫০ ওভারে সাউথ আফ্রিকা করে ১৯৬ রান। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট পান নাহিদা আক্তার ও রিতু মনি। একটি উইকেট পান সালমা খাতুন।

জবাবে ব্যাট করতে নেমে পাওয়ারপ্লেতেই দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ তবে রুমানা আহমেদকে নিয়ে বিপদ সামলে নেন অধিনায়ক জ্যোতি। দুজন মিলে ১১৬ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে জয় নিয়েই মাঠ ছাড়েন। দলের জয় নিশ্চিত করার পাশাপাশি সেঞ্চুরিও করেন জ্যোতি। ১৩৫ বলে ১০১ রানে অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের অধিনায়ক।

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ নারী এমার্জিং দল। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

স্কোর: সাউথ আফ্রিকা নারী ইমার্জিং দল ১৯৬/৮ ( আন্ড্রি স্টেইন ৮০, নাহিদা আক্তার ৩/৩৫, রিতু মনি ৩/২৫) ; বাংলাদেশ নারী ইমার্জিং দল ১৯৭/৩ ( নিগার সুলতানা ১০১*, রুমানা আহমেদ ৪৫*)

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img