১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন

- Advertisement -

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম টেস্টের একাদশ থেকে এক পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে টাইগাররা। শরীফুল ইসলাম হালকা চোট পাওয়ায় একাদশে ফিরেছেন তাসকিন আহমেদ। ২০২৩ সালের জুনে সবশেষ টেস্ট খেলেছেন তাসকিন।

বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে একটি বলও মাঠে গড়ায়নি। এমকি টসও হয়নি। দ্বিতীয় দিনে খেলা শুরু হওয়ার অপেক্ষায় দুই দল।

প্রথম টেস্টে ব্যাটিং সহায়ক উইকেট বানিয়ে সুবিধা করতে পারেনি পাকিস্তান। তবে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে পেস বান্ধব উইকেট হতে পারে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে পাকিস্তানি বোলারদের সামনে বেশ ভালোই পরীক্ষা দিতে হবে টাইগার ব্যাটারদের।

সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। দ্বিতীয় টেস্টে হার এড়াতে পারলেই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ। তবে টাইগারদের জন্য কাজটি মোটেও সহজ হবে না। প্রথম ম্যাচ হেরে বেশ বিপাকেই পড়েছে শান মাসুদের দল। নিশ্চিত করেই দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে চাইবে স্বাগতিক পাকিস্তান।

প্রথম টেস্টের একাদশ থেকে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামবে পাকিস্তান। পেসার শাহিন শাহ আফ্রিদির পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন স্পিনার আবরার আহমেদ। এছাড়াও নাসিম শাহর পরিবর্তে মীর হামজা।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশ:

সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img