২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

টসে জিতে বোলিংয়ে সাকিবের ফরচুন বরিশাল

- Advertisement -

মহামারীর প্রকোপ কাটিয়ে আবারো মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল। প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে টসে জিতে বোলিং নিয়েছে ফরচুন বরিশাল। যার নেতৃত্বে আছেন সাকিব আল হাসান!

একাদশে সর্বোচ্চ তিনজন বিদেশী ক্রিকেটার খেলানো যাবে। কোভিড বাস্তবতায় এই আসরে নেই কোন ডিআরএস।

বরিশাল একাদশ- ১/ সাকিব আল হাসান (অধিনায়ক) ২/ নাজমুল হোসেন শান্ত ৩/ সৈকত আলী ৪/ তৌহিদ হৃদয় ৫/ ইরফান শুক্কুর ৬/ ডোয়াইন ব্রাভো ৭/ জিয়াউর রহমান ৮/ আলজারি জোসেফ ৯/ জ্যাকব লিন্টট ১০/ নাঈম হাসান ১১/ সালমান হোসেন

চট্টগ্রাম একাদশ- ১/ মেহেদী মিরাজ ২/ কেনার লুইস ৩/ শামীম পাটোয়ারী ৪/ সাব্বির রহমান ৫/ আফিফ হোসেন ৬/ বেনি হাওয়েল ৭/ নাঈম ইসলাম ৮/ উইল জ্যাকস ৯/ শরিফুল ইসলাম ১০/ মুকিদুল ইসলাম মুগ্ধ ১১/ নাসুম আহমেদ

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img