বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে টসে হেরে আগে ফিল্ডিং করবে পাকিস্তান। এর আগে গত শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল বাবর আজমের দল। নেদারল্যান্ডসের সাথে প্যাট কামিন্সের দলের প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
মূলপর্বে নামার আগে দুই দলেরই শেষ প্রস্তুতি ম্যাচ এটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে দারুণ করেছিলেন মোহাম্মদ রিজওয়ানরা। তবে বোলিংটা হয়নি ঠিকঠাক, তাদের দেওয়া ৩৪৬ রানের টার্গেট ৪৩.৪ ওভারেই পেরিয়ে যায় কিউইরা।
পাকিস্তান স্কোয়াড:
আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, আঘা সালমান, ইফতিখার আহমেদ, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, শাদাব খান, উসামা মীর, হাসান আলী, শাহীন আফ্রিদি, হারিস রউফ ও মোহাম্মদ জুনিয়র।
অস্ট্রেলিয়া স্কোয়াড:
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু শর্ট, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, মারনাস লাবুশেন, মার্কাস স্টয়নিস, শন অ্যাবোট, ট্রাভিস হেড ও অ্যাডাম জাম্পা।