কাগজে কলমে সেমিফাইনালের আশার প্রদীপ টিমটিম করে জ্বললেও বাংলাদেশের এখন লড়াই মূলতঃ শেষ দুই ম্যাচে জিতে বিশ্বকাপ থেকে কিছু সম্মান নিয়ে দেশে ফেরা। সেই লক্ষ্যে চতুর্থ ম্যাচে সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবুধাবিতে টসে জিতে বোলিং নিয়েছে সাউথ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা।
ইনজুরিতে সাকিব আল হাসানের বিশ্বকাপ শেষ, নুরুল হাসান সোহানও ফিট হননি ম্যাচের জন্য। বিশ্বকাপে অভিষেক হচ্ছে শামিম হোসেন পাটোয়ারীর, আরো আছেন নাসুম আহমেদ। বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান।
বাংলাদেশ একাদশঃ নাইম শেখ, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, শামিম পাটোয়ারী, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম