২১ ডিসেম্বর ২০২৪, শনিবার

টাইগার পেস ইউনিটে হার্শার মুগ্ধতা

- Advertisement -

দুইদিন বাদেই শুরু হতে যাচ্ছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। ইতোমধ্যেই সিরিজের প্রথম ভেন্যু চেন্নাইয়ে পা রেখেছে বাংলাদেশ দল। তবে বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে আলোচনা চলছে পাকিস্তান সিরিজের পর থেকেই। পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করা বাংলাদেশের জন্য বেশ পরিকল্পনা করেই মাঠে নামবে বিরাট কোহলিরা। এমনকি বাংলাদেশের পেসারদের প্রশংসায় পঞ্চমুখ ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে।

রবিবার নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে হার্শা বলেন, “দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটিকেই আমার কাছে সেরা মনে হচ্ছে। প্রথম কারণ, তাদের পেস আক্রমণ। নাহিদ রানা সবচেয়ে রোমাঞ্চকর বোলারদের একজন। সম্প্রতি সে কী করেছে, আমরা জানি। হাসান মাহমুদের বলেও পাকিস্তানের ব্যাটসম্যানরা ভুগেছে। হতে পারে এখানে (ভারতে) এটাই তাসকিন আহমেদের শেষ সুযোগ। সেও দেখাতে চাইবে, আমরা কেন তাকে অনেক বেশি মূল্যায়ন করে থাকি।” 

পেসারদের পাশাপাশি ব্যাটারদেরও প্রশংসাও করেছেন ৬৩ বছর বয়সী এই ধারাভাষ্যকার। তিনি বলেন, “তাদের ব্যাটিংয়ের দিকে যদি তাকান, প্রথম ৮ জনের সবাই নিখাদ ব্যাটসম্যান। এদের মধ্যে দুজন স্বীকৃত উইকেটকিপার এবং দুজন পুরোদস্তুর স্পিন বোলিং অলরাউন্ডার- একজন অবশ্যই সাকিব আল হাসান, অন্যজন মেহেদী হাসান মিরাজ। মিরাজকে যতবারই দেখছি, সে শুধু উন্নতিই করে যাচ্ছে। লিটন দাস ও মিরাজকে দেখে আমার মনে এই অনুভূতি জন্মেছে যে তারা এখন অনেক বড় দায়িত্ব নিতে প্রস্তুত।”

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত আটটি সিরিজের সাতটিতেই হেরেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ড্র হয়েছে এক সিরিজ। আগামী বৃহস্পতিবার চেন্নাইয়ে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ভারতের মাটিতে ভালো কিছু করার লক্ষ্যেই মাঠে নামবে শান্তবাহিনী।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img