৫ অক্টোবর ২০২৪, শনিবার

টাইগারদের পাকিস্তান সফরের সূচি ঘোষণা

- Advertisement -

বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে কাঁটাছেড়া চলছে এখনও। এক টুর্নামেন্টের ব্যর্থতা ঝেড়ে উঠতে না উঠতেই টাইগারদের সামনে আরেক মিশন। আইসিসির এফটিপি অনুযায়ী এ বছরইও পাকিস্তানের মাটিতে টাইগারদের খেলবে দুই টেস্ট। অবশেষে টাইগারদের পাকিস্তান সফর সূচি ঘোষণা করেছে পিসিবি।

সূচি অনুযায়ী আগামী আগস্টে বাংলাদেশ দলের পাকিস্তান সফর করবে। রাওয়ালপিন্ডিতে ২১ আগস্ট প্রথম টেস্ট মুখোমুখি হবে দুই দল। এরপর ৩০ আগস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে করাচিতে।

আসন্ন এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অর্থাৎ দুই দলের জন্যই লাল বলের ফরম্যাটের এই সিরিজ গুরুত্বপূর্ণ। এমনকি সিরিজের আগে বাবর-রিজওয়ানদের কানাডা গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলার অনুমতি পর্যন্ত দেয়নি পিসিবি। শুরু হয়েছে টেস্টের জন্য অনুশীলন।

এই সিরিজ প্রসঙ্গে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেন, “আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।” 

এর আগে বাংলাদেশ ও পাকিস্তান টেস্টে মুখোমুখি হয়েছে ১৩বার। এখন পর্যন্ত হওয়া লাল বলের ক্রিকেটে পাকিস্তানকে একবারও হারাতে পারেনি টাইগাররা। পাকিস্তানিরা জিতেছে ১২বার, ২০১৫ সালে খুলনায় ম্যাচ ড্র হয়েছে একবার। সবশেষ দুই দল টেস্টে মুখোমুখি হয়েছিল ২০২১ সালে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img