৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

টাইব্রেকারে জিতে কোপায় তৃতীয় উরুগুয়ে

- Advertisement -

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টাইব্রেকারে কানাডাকে ৪-৩ গোলে হারিয়ে ম্যাচ জিতেছে উরুগুয়ে। নির্ধারিত সময় শেষে ম্যাচ  ২-২ গোলে ড্র হওয়ার পর খেলা গড়ায় পেনাল্টি শ্যুটআউটে। এ নিয়ে দশমবারের মতো কোপায় তৃতীয় হলো ১৫ বারের চ্যাম্পিয়নরা।

ব্যাঙ্ক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৮ম মিনিটেই উরুগুয়েকে এগিয়ে নিয়েছিলেন রদ্রিগো বেন্টানকুর। তবে ২২ মিনিটেই কানাডাকে সমতায় ফেরান ইসমাইল কোনো। প্রথমার্ধে ১-১ গোলের সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

দ্বিতীয়ার্ধে চেষ্টা করে গেলেও গোলের দেখা পাচ্ছিল না দুই দল। অবশেষে ৮০ মিনিটে কানাডাকে এগিয়ে দেন জোনাথন ডেভিড। ম্যাচের অন্তিম মুহূর্ত পর্যন্ত লিড ধরে রাখলেও তাতে বাধ সাধেন বদলি হিসেবে নামা উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ৯২ মিনিটে দারুণ এক গোলে দলকে সমতায় ফেরান তিনি। উরুগুয়ের হয়ে বেশি বয়সে (৩৭) গোল করার রেকর্ড গড়েন সুয়ারেজ। নির্ধারিত সময়ে ২-২ গোলে ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৪-৩ ব্যবধানে জয় পায় উরুগুয়ে।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img