১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টানা দুই হারের পর বিসিবি এইচপির বড় জয়

- Advertisement -

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড সিরিজে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ হাইপারফরম্যান্স দল। অবশেষে নিজেদের চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরির বিপক্ষে জয় পেয়েছে বিসিবি এইচপি। বৃহস্পতিবার ডারউইনে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

অস্ট্রেলিয়ার টিআইও স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিংয়ে নেমে অস্ট্রেলিয়ান ক্যাপিটালকে ১২৪ রানে আটকে দেয় আকবর আলীর দল। ১২৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। দলের হয়ে ৩৬ বলে ৫০ করেছেন জিসান আলম। তানজিদ তামিম করেছেন ১৫ বলে ১৮ রান। পারভেজ হোসেন ইমন আউট হয়েছেন ২৪ বলে ২৩ রান করে। ১৬.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় এইচপি দল।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ২২ রান যুক্ত হতেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এইচপির হয়ে ব্রেক থ্রু করেন রিপন মন্ডল। দ্রুত প্রথম উইকেট হারালেও অধিনায়ক টেইলর ফন লুইনিকে নিয়ে দলের হাল ধরেন মাইকেল ম্যাকনামারা। ইনিংসের অষ্টম ওভারে এই জুটি ভাঙেন রাকিবুল হাসান। টেইলর ফিরে যান ১৪ বলে ৭ রান করে। এরপরের ওভারেই ২৬ বলে ৩৬ রান করা মাইকেলকে ফেরান মাহফুজুর রহমান। এরপর আর থিতু হতে পারেননি কোনো ব্যাটারই। এইচপি বোলারদের বোলিং তোপে দ্রুত উইকেট হারায় তারা। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ১২৪ রান।

দলের হয়ে ২৬ রান খরচে ৩টি উইকেট নিয়েছেন রিপন মন্ডল। আবু হায়দার রনি নিয়েছেন ২টি। রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান উইকেট নিয়েছেন ১টি করে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img