১৪ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সাতে বাংলাদেশ

- Advertisement -

নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতেই টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়েছে টাইগাররা। কিউইদের সাথে সিরিজ শুরুর আগে দশ নম্বরে ছিল বাংলাদেশ; বুধবার নিউজিল্যান্ডের সাথে সাত উইকেটের জয়ের ফলে সাতে অবস্থান করছে মাহমুদুল্লাহ রিয়াদের দল।

নাসুমের শুরুর ধাক্কা শেষ অব্দি কাঁটিয়ে উঠতে পারেনি কিউইরা

কিউইদের বিপক্ষে সিরিজের আগে ঘরের মাঠে অজিদের ৪-১ ব্যবধানে হারানোর পরেও ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‌্যাংকিংয়ের তলানীতেই ছিলেন টাইগাররা। বুধবার সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করা ব্ল্যাকক্যাপসদের মাত্র ৬০ রানেই অলআউট করে দেয় নাসুম-ফিজরা; এরপর ব্যাট করতে নেমে সাত উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তাতেই তিনধাপ এগিয়ে সাতে অবস্থান বাংলাদেশের।

অজিদের মতো কিউইদের সাথেও জিততে থাকলে সিরিজ শেষে পাঁচে পৌছবে টাইগাররা

২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে সাতে থাকা বাংলাদেশের পেছনে যথাক্রমে আফগানিস্তান (২৩৬), শ্রীলঙ্কা(২৩৫) এবং ওয়েস্ট ইন্ডিজ(২৩৪)। টাইগারদের সামনে আছে পাঁচে পৌছানোর সুযোগও। ছয় নম্বরে থাকা অজিদের রেটিং পয়েন্ট ২৪০ এবং পাঁচ নম্বরে থাকা সাউথ আফ্রিকার ২৪৬। কিউইদের বিপক্ষে যদি প্রতিটি ম্যাচে জয় আসে টাইগারদের, তাহলে সিরিজ শেষে রোটিং পয়েন্ট গিয়ে দাড়াবে ২৪৮। যা এইমুহুর্তে পাঁচে থাকা সাউথ আফ্রিকার চেয়ে বেশি।

কিউইদের বিপক্ষে ৪-১ এ জিতলেও টাইগাররা পৌছতে পারে র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে। এক্ষেত্রে সিরিজের কোন ম্যাচটি টাইগাররা হারছে, সেটা আগে দেখতে হবে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img