ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন আরো তিনজন ইংলিশ ক্রিকেটার। জনি বেয়ারস্টো, ক্রিস ওকস ও ডেভিড মালান জানিয়ে দিয়েছেন, তারা আইপিএলের দ্বিতীয় অংশে খেলছেন না। যদিও তাদের এই সিদ্ধান্তের কারণ এখনো আনুষ্ঠানিক ভাবে জানা যায়নি, তবে গুঞ্জন উঠেছে, ভারতের বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট বাতিল হওয়ার কারণে ক্রুদ্ধ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বেয়ারস্টো, ওকস ও মালান আইপিএলে যথাক্রমে সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লী ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করেন। এই তিনজন ইংলিশ ক্রিকেটারই ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজের অংশ ছিলেন। দলে বিদ্যমান করোনা পরিস্থিতির জের ধরে ম্যানচেস্টারে পঞ্চম টেস্টে মাঠে নামতে অস্বীকৃতি জানায় ভারতীয় দল। পরে দুই ক্রিকেট বোর্ডের আলোচনা সাপেক্ষে বাতিল ঘোষণা করা হয় ম্যাচটি। সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত।
টেস্ট বাতিল হবার পরদিন থেকেই আরব আমিরাতের উদ্দেশ্যে ইংল্যান্ড ছাড়তে শুরু করেন ভারতীয় ক্রিকেটাররা। মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দলের ভারতীয় ক্রিকেটারদের বিশেষ চার্টার্ড বিমানে করে ফিরিয়ে আনছেন ।
ব্রিটিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, এই টেস্ট বাতিলের কারণে ইংল্যান্ড ড্রেসিংরুমে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়েছে। তারা ভারতীয় দলের এই করোনা পরিস্থিতির জন্য দলের সদস্যদেরই দায়ী করছেন। টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার নাকি অনেক ভারতীয় খেলোয়াড়কে ম্যানচেস্টারের রাস্তায় ঘুরতেও দেখা গেছে বলে শোনা যাচ্ছে, যেখানে তখন তাদের জৈব সুরক্ষা বলয়ে নিজ নিজ হোটেল রুমে থাকার কথা।
এর আগে ইংলিশ ক্রিকেটারদের মধ্যে জস বাটলার ও বেন স্টোকস ব্যক্তিগত কারণে এবং জফরা আর্চার ইনজুরি জনিত কারণে আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। এর সাথে নতুন তিনজন যুক্ত হবার কারণে আইপিএলে ইংলিশ ক্রিকেটারদের না থাকার লিস্টটা আরো দীর্ঘ হলো।