রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে দারুণ খেলেছিলেন মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে করা ১৯১ রানের কল্যাণে শুধু ম্যাচ সেরাই হননি, ম্যাচ জেতাতে রেখেছিলেন অবদানও। সেই ভালো খেলার পুরষ্কারই যেন হাতেনাতে পেলেন মিস্টার ডিপেন্ডেবল। ব্যাটারদের মধ্যে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে মুশফিকের অবস্থান এখন তালিকার ১৭ নম্বরে।
এই টেস্টে পাঁচে নেমে ৩৪১ বল খেলে টাইগার ব্যাটার তোলেন ১৯১ রান। ৫২২ মিনিট ক্রিজে টিকে থেকে মেরেছেন ২২টি চার এবং ১টি ছক্কাও। তাতেই মুশফিকের রেটিং পয়েন্ট গিয়ে ঠেকেছে ৬৮৪ এ। এছাড়াও পাকিস্তান দলের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও এগিয়েছেন ৭ ধাপ এগিয়ে অবস্থান করছেন তালিকার ১১ নম্বরে। তার রেটিং পয়েন্ট ৭২৮। প্রথম টেস্টের দুই ইনিংসে রিজওয়ান করেছিলেন যথাক্রমে অপরাজিত ১৭১ এবং ৫১ রান। এছাড়াও একই টেস্টে ফিফটির দেখা পাওয়া লিটন কুমার দাশ ৬২৭ পয়েন্ট নিয়ে ২ ধাপ এগিয়েছেন, আছেন র্যাঙ্কিংয়ের ২৭ নম্বরে।
আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে জো রুট, দুইয়ে কেইন উইলিয়ামসন এবং তিনে ড্যারিল মিচেলের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে ৩ ধাপ এগিয়ে তালিকার চারে উঠে এসেছেন হ্যারি ব্রুক।