১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

টেস্টে ফিরেই তাসকিনের উইকেট

- Advertisement -

প্রায় ১৪ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছেন তাসকিন আহমেদ। ২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন টাইগার এ পেসার। দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ফিরে প্রথম ওভারেই উইকেট পেয়েছেন তাসকিন। নিজের করা প্রথম ওভারের শেষ বলে আব্দুল্লাহ শফিককে বোল্ড করেছেন তিনি।

টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। নতুন বলটা টাইগার অধিনায়ক তাসকিনের হাতে তুলে দেন। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে তাসকিন বেশি সময় নিলেন না। প্রথম ওভারেই ব্রেক থ্রু এনে দিয়েছেন তিনি।

ওভারের প্রথম ৫ বলে কোনো রান দেননি, ৬ নম্বর বলটা অফ স্ট্যাম্পের একটু বাইরে করেছিলেন। ইনসুইং করে তা আবদুল্লাহ শফিকের ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানল স্টাম্পে। মেডেন উইকেট নিয়ে ফেরাটা রাঙিয়ে রাখলেন তাসকিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ২ ওভার শেষে কোনো রান করতে পারেনি পাকিস্তান। শূন্য রানে উইকেটে আছেন সাইম আইয়ুব ও শান মাসুদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img