১৫ মার্চ ২০২৫, শনিবার

ট্রফি উন্মোচনে না এসে নতুন বিতর্কে সাকিব

- Advertisement -

হাতছানি দিচ্ছে বিপিএল ফাইনাল, তার আগে ট্রফি উন্মেচনে আসার কথা দুই দলের দুই অধিনায়কের। মঞ্চ প্রস্তুতই ছিল, কিন্তু ফরচুন বরিশালের প্রতিনিধি হিসেবে কোথাও দেখা যায়নি সাকিব আল হাসানকে। তার জায়গায় এসেছেন নুরুল হাসান সোহান। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সাকিবের অনুপস্থিতি নিয়ে। উত্তর দিতে গিয়ে সোহান নিজেও এড়াতে পারেননি দোটানা, কাঁপা কাঁপা কণ্ঠে বলেছেন-

“বুধবার আমাদের ঐচ্ছিক অনুশীলন ছিল, আমরা অনুশীলন করেছি। আমার কাছে যেটা মনে হয় সাকিব ভাই হয়তো জিম বা কিছু করতেছেন, সেকারণেই হয়তো আসতে পারেননি। যার কারণেই আমার এখানে আসা। আমার মনে হয় এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত, এর থেকে বেশী আসলে আমি কিছু জানি না।”

সাকিবের না থাকার কারণ হিসেবে এভাবেই বলেছেন নুরুল হাসান সোহান। অথচ, ফরচুন বরিশাল দলের পক্ষ থেকে জানানো হয়েছে পেটের পীড়ার কারণেই ট্রফি উন্মোচনে আসেননি সাকিব। সোহানকে সেটা জানানো হলে তিনি বলেছেন, “আমি যেটা বললাম এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। আমি যখন সকালে দেখেছি, তখন উনি জিমে ছিলেন; আসার আগে। তারপর আমি আসলে খুব বেশী জানি না।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img