৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

ডমিঙ্গোই চেয়েছিলেন চলে যেতে!

- Advertisement -

বিশ্বকাপের ভরাডুবির পর টাইগার কোচ রাসেল ডসিঙ্গোর পদত্যাগ নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি। সোশ্যাল মিডিয়া, গণমাধ্যম থেকে শুরু করে সর্বত্রই তোলা হয়েছে কোচকে নিয়ে প্রশ্ন। সেই প্রশ্ন ঘুরেফিরে এসেছে নাজমুল হাসান পাপনের সামনেও। আর, উত্তর করতে গিয়ে বিসিবি সভাপতি জানিয়েছেন, রাসেল ডমিঙ্গো নিজেই নাকি ছাড়তে চেয়েছিলেন চাকরি; সাউথ আফ্রিকান কোচের নিকট নাকি ছিল দারুণ অফার!

“বিশ্বকাপ শুরুর আগমুহুর্তে রাসেল ডমিঙ্গো আমাদের জানায় ও ভালো একটা অফার পেয়েছে। ও চলে যেতে চায়। ও জানতে চাচ্ছিলো আমরা তাকে রাখবো কি রাখবো না। যদি আমরা তাকে রাখি, তাহলে ও থাকবে। নাহলে সে ঝুঁকি নিয়ে থাকবে না”- বলছিলেন বিসিবি সভাপতি

এরপরে কোচের সন্ধানেও ছিল ক্রিকেট বোর্ড, কিন্তু যারা ছিল ভাবনায় তাদের কাউকেই যায়নি পাওয়া, “আমরা খোঁজাখোজি করেছিলাম। তখন একটা সিদ্ধান্তে পৌছলাম যে, এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাবোও না। দ্বিতীয় হচ্ছে যদি পাইও তাহলে বিশ্বকাপের আগেমুহুর্তেই বা পরপরেই একটা নতুন কোচ আনব কি না তা নিয়েও দ্বিধা দ্বন্দে ছিলাম। তখন আমরা ভেবেছি তাকেই রেখে দেয়া হোক।”

বিশ্বকাপে দলের সাথে প্রধান কোচ

তবে, ডমিঙ্গোর ব্যাপারে ভাবনা বদলায়নি বিসিবির। কমিটির থেকে রিপোর্ট পেলেই তার ব্যাপারে নেয়া হবে সিদ্ধান্ত, “তাকে নিয়ে চিন্তা ভাবনা বদলায়নি। আমরা অপেক্ষা করছি রিপোর্টের জন্য।”

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img