২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

ডিপিএলের আকাশে অন্ধকার, পরিত্যাক্ত মঙ্গলবারের সব ম্যাচ

- Advertisement -

সোমবার শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল), বৃষ্টির হানা থাকলেও তিন ভেন্যুতে মাঠে গড়িয়েছে ছয় ম্যাচ, তবে  দুই ম্যাচই হয়েছে পরিত্যক্ত। মঙ্গলবার ছিল দ্বিতীয় রাউন্ডের খেলা, তবে সকাল থেকেই দেশব্যাপী বৃষ্টির প্রভাব পড়েছে ডিপিএলের ম্যাচেও, পরিত্যক্ত দিনের সবগুলো খেলা।

টানা দুই দিন ম্যাচের পর বুধবার ছিল ক্রিকেটারদের বিশ্রামের দিন। তবে সেই বিশ্রাম হতে পারে আরও দীর্ঘায়িত। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে, ডিপিএলের তৃতীয় রাউন্ডের খেলা পূর্বনির্ধারিত তারিখে মাঠে গড়ানোর সম্ভাবনা কম, দেশের আবহাওয়া পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত খেলা চালানোর পক্ষে না বিসিবি।

বিসিবি থেকে যদিও এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে দুপুরনাগাদ নিজেদের সিদ্ধান্ত জানাতে পারে বোর্ড।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img