৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

তাইজুলের ‘জোড়া আঘাতে’ তৃতীয় দিনের শুরু

- Advertisement -

১৩তম ওভারেই টাইগাররা পেতে পারত অভিষিক্ত আব্দুল্লাহ শফিকের উইকেট; তাইজুলের আর্ম বলটা প্যাডে লেগে তারপর লেগেছিল ব্যাটে। উইকেটকিপার লিটন দাস, বোলার তাইজুল ইসলাম সকলেই আবেদনও করেছিলেন উইকেটের জন্য। কিন্তু, আম্পায়ার নাকচ করে দিলে অনেক আলোচনার পরও রিভিউ নেননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। অথচ, হাতে ছিল তিনটা রিভিউ!

দ্বিতীয় দিনে হওয়া সেই ঘটনারই পুনরাবুত্তি হলো তৃতীয় দিনের শুরুতেই। আবারও বল হাতে তাইজুল, ব্যাটিং প্রান্তে শফিক। ব্যাটে লাগার আগে লাগল প্যাডে, সকলের আপিল এবং উইকেট। তাইজুল পরের বলেই প্যাভিলিয়নে ফিরিয়েছেন আজহার আলীকেও। শূন্য রানেই প্যাভিলিয়নের পথ ধরেছেন আজহার। তৃতীয় দিনের প্রথম ওভারেই তাইজুলের দুই উইকেট! নতুন ওভার শুরু করবেন হ্যাটট্রিকের সম্ভাবনায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img