৫ জানুয়ারি ২০২৫, রবিবার

তামিম-মুশফিকের অসাধারণ ব্যাটিংয়ে বরিশালের ১৮৭ রানের সংগ্রহ

- Advertisement -

নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দারুণ জয় দিয়ে বিপিএলের দশম মৌসুম শুরু করেছিল ফরচুন বরিশাল। দুইদিন পর নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাটিং করে ১৮৭ রান সংগ্রহ করেছে তামিম ইকবালের দল।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। খুলনার স্পিনার নাহিদুল ইসলামের বলে বেশ ভুগেছেন ইবরাহিম জাদরান। ওশানে থমাসের বলে উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ১৬ বলে করেছেন মাত্র ১১ রান।

তিনে এসে শুরুটা দারুণ করেছিলেন সৌম্য সরকার। আপার কাটে দারুণ এক ছক্কা মেরে রানের খাতা খুলেছিলেন তিনি। এরপর মেরেছেন আরও দুটি বাউন্ডারি। তবে তামিম ইকবালের সাথে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন সৌম্য। তার আগে ১০ বলে করেছেন ১৭ রান।

বরিশাল অধিনায়ক তামিম এদিনও খেলেছেন দায়িত্বশীল ইনিংস। ৩৫ বলে ৫ বাউন্ডারি ৪০ রান করেছেন বাঁহাতি ওপেনার। উইকেটে আসার পর থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম। মাত্র ৩২ বলে ফিফটির দেখা পেয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৩৯ বলে ৬৮ রান করে অপরাজিত ছিলেন তিনি।

বরিশালের আরেক অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ খেলেছেন পরিস্থিতি অনুযায়ী। শুরুতে কয়েকটি বল দেখলেও সময় যত গড়িয়েছে খুলনার বোলারদের উপর চড়াও হয়েছেন তিনি।

খুলনার হয়ে একটি করে উইকেট শিকার করেছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, ওশানে থমাস ও নাসুম আহমেদ।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img