৩১ অক্টোবর ২০২৪, বৃহস্পতিবার

তামিমের বিড়ম্বনা বাড়তে দিলেন না দীপু-ইমন

- Advertisement -

সকাল নয়টা থেকে বিকেএসপির ৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়নের মধ্যকার ম্যাচ। অথচ টসের সময় দেখা মিলল না অধিনায়ক তামিম ইকবালের! মোহাম্মদ মিঠুনের অধিনায়কত্বে টসে হেরে প্রাইম ব্যাংকে নামতে হলো মাঠে। তামিম নামলেন না ওপেনিংয়েও। পরে জানা যায়, জ্যামের কারণেই ভেন্যুতে পৌঁছাতে তাঁর এত দেরি! যখন পৌঁছালেন তখন শেষ প্রথম ইনিংসের ২৫ ওভার!

তামিমকে শুরু থেকেই না পাওয়ায় অস্বস্তি তো ছিলই, সেই সাথে অধিনায়কত্বও তিনি করতে পারেননি। তবে তামিমকে এই বিড়ম্বনা থেকে খানিকটা হলেও মুক্তি দিয়েছে পারভেজ হোসেন ইমন এবং শাহাদাত হোসেন দীপুর ব্যাটিং। ওপেনিং জুটিতে দুজনই পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১১১ বলে দীপু করেছেন ১১৯ রান, ইমন করেছেন ১২৯ বলে ১৫১ রান। দুজন মিলে জুটি গড়েছেন ২৪৬ রানের। ততক্ষণে ভেন্যুতে হাজির তামিম ইকবাল। তিনে ব্যাট করতে নেমে অবশ্য সুবিধা করতে পারেননি, ১৫ বলে করেছেন ১৬ রান।

শেষের দিকে শেখ মেহেদির মাত্র ১৭ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংসে প্রাইম ব্যাংক ৪ উইকেট হারিয়ে তুলেছেন ৩৮০ রান। ব্রাদার্স ইউনিয়নের হয়ে ১০ ওভারে ৭০ রান খরচায় আবু জায়েদ রাহি নিয়েছেন ৩টি উইকেট।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img