২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

তাসকিন বললেন, ‘মাশরাফী ভাই তো বস..’

- Advertisement -

মুখে স্বভাবসুলভ হাসি নিয়ে অপেক্ষায় থাকা গণমাধ্যমকর্মীদের সামনে তাসিকন আহমেদ। বিপিএলে খেলছেন ঢাকা ডমিনেটরসে, সেই সুবাদেই তিনি সংবাদ সম্মেলনে। প্রশ্ন উঠেছে অনেক, তবে সবচেয়ে সুন্দর উত্তরটা তাসকিন বোধহয় দিলেন মাশরাফী বিন মোর্ত্তজাকে নিয়ে বলতে গিয়ে।

“উনার যেই লেভেলের অভিজ্ঞতা, মানে ২০-২২ বছর টপ লেভেলের ক্রিকেট খেলেছে; ঐজন্য উনি কি করবে সেটা ব্যাটাররা জানা সত্ত্বেও মারতে পারে না। এত সুন্দর অ্যাকুরেসি, কাটারটা এতটাই কার্যকরী। উনাকে নিয়ে বলার আসলে কিছুই নাই, উনি তো বস।” – ম্যাশকে নিয়ে তাসকিন

গণমাধ্যমকর্মীদের ছিল মাশরাফীকে নিয়ে আরও জানার আকাঙ্ক্ষা। তাসকিন কিছু অনুভূতি রাখতে চাইলেন নিজের মধ্যেই, “সব কথা বলার দরকার নাই। ভেতরে আছে কিছু কথা, ভেতরেই থাক না। টিপস নেই আর কি।”

তাসকিনকে এরপর আর মাশরাফীকে নিয়ে প্রশ্ন করা হয়নি, হয়তো সামনে থাকা মানুষরাও ততোক্ষণে মেনে নিয়েছেন, ‘থাকুক না কিছু কথা মনের ভেতরেই, কিছু অনুভূতি থাকুকএকান্তই নিজের হয়ে।’

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img