ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে ভারত। প্রথম টেস্ট গড়িয়েছিল পাঁচ দিনে, তবএ হেরেছিল ভারত। দ্বিতীয় টেস্টের প্রথম সেশনেই ভারত হারিয়েছে তিন উইকেট। যার দুটোই নিয়েছেন স্পিনাররা। উইকেট থেকে বেশ সহায়তা পাচ্ছেন মঈন আলী, লিচরা। হরভজন সং তাই ভাবছেন, চেন্নাই টেস্ট হয়তো শেষ হবে তিন, সাড়ে তিন দিনে।
টুইটারে হরভজন লিখিয়েছেন এমনটাই। মজা করেই বলেছেন, মনে হচ্ছে ম্যাচের অষ্টম দিন চলছে। উইকেটের কন্ডিশন দেখে ইয়ার্কি না করে পারেননি এই স্পিনার।
ম্যাচের পয়লা সেশন চলছে, অথচ বল যেভাবে স্পিন করছে তাতে মনে হচ্ছে, ম্যাচের আজ অষ্টম দিন। আমার মনে হয় এই টেস্ট তিন, সাড়ে তিন দিনেই শেষ হবে।
First session of the test match ? Ball spinning like 8th day of the match #INDvsENG this test match will be over in 3 or 3 an half days I guess
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 13, 2021
পিচের কন্ডিশন বুঝতে পেরেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও। তবে ম্যাচে কদিনে শেষ হবে সেই হিসেব না কষে হার্শা ধন্যবাদ জানিয়েছেন রোহিত শর্মাকে। প্রথম থেকে রোহিত খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট।
প্রথম দিকে আধিপত্য দেখিয়েছে ভারত। এই উইকেটে ব্যাট করা কিছুটা কঠিন, তাই রোহিত শর্মা বাহবা পাবেই। মনে হচ্ছে ৩০০-৩২৫ ভালো সংগ্রহ।
India were looking dominant till about 11am. This is already a tricky wicket to bat on which makes Rohit's innings all the more remarkable. I think 300-325 will be a really good score. No more than one wicket in this session from India's perspective.
— Harsha Bhogle (@bhogleharsha) February 13, 2021