নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগে অসুস্থ তাসকিন আহমেদ। জানা গেছে পেট খারাপ হয়েছে এ পেসারের। তাই কিউইদের বিপক্ষে শেষ ম্যাচে তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
টাইগার পেসারের শারীরিক অবস্থার বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, “ওর পেট খারাপ হয়েছে। পরের ম্যাচে খেলবে কিনা এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে”
অসুস্থতার কারণে সোমবার অনুশীলনে আসেননি তাসকিন। প্রথম দুই ওয়ানডেতে বিশ্রামে থাকা এ পেসার শেষ ওয়ানডে দিয়ে দলে ফিরেছেন। তবে কিউইদের বিপক্ষে খেলবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। এ ম্যাচের আগে বিশ্রামে গেছেন মুস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বর্তমানে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ আছে দলের সাথে। তবে সোমবার অনুশীলন করেছেন খালেদ আহমেদও। তাসকিন না খেললে একাদশে জায়গা মিলতে পারে দ্বিতীয় ওয়ানডেতে অভিষেক হওয়া এ পেসারের।
মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। ইতিমধ্যে দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লকি ফার্গুসনের দল।