২৪ জানুয়ারি ২০২৫, শুক্রবার

বোলার সাকিবেই আস্থা রাখছেন ইমরুল

- Advertisement -

তেরো বছর আগে, ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজে স্বাগতিকদের দ্বিতীয় সারির দলকে দুই টেস্টেই হারিয়েছিল বাংলাদেশ। তারপর দুই দফায়, ২০১৪ আর ২০১৮ সালে ক্যারিবিয়ান মুল্লুকে সফর করেছিল বাংলাদেশ দল। কোনোবারই ফলাফল বলার মতো ছিল না; সর্বশেষ বাংলাদেশ সফরের টাইগারদের হোয়াইটওয়াশ করেছিল ক্যারবিয়ানরা। বছর ঘুরে বাংলাদেশ দল এখন ওয়েস্ট ইন্ডিজে, অ্যান্টিগা টেস্ট দিয়েই আবার শুরু হচ্ছে সাকিব আল হাসানের অধিনায়কত্বের তৃতীয় পর্ব।

জাতীয় দলকে সবসময় মিস করি – ইমরুল কায়েস

কঠিন পথ; তবুও ইমরুল কায়েস মনে করছেন, বাংলাদেশ দলের পারফর্ম্যান্সে বড় ভূমিলা রাখতে পারেন বোলার সাকিব। এটাও মনে করিয়ে দিয়েছেন, দলগতভাবে সাফল্য পেতে হলে সামর্থ্য অনুযায়ী অন্য বোলারদেরও দায়িত্ব নিতে হবে।

“সাকিব যদি ৫ আর ৫, ১০ উইকেট নিয়ে নেয়, তাহলে তো জয় পাওয়া কঠিন নয়। ওখানে তাইজুল আছে বা যারাই আছে, সবারই সামর্থ্য আছে ১০ উইকেট নেওয়ার। ওয়েস্ট ইন্ডিজে সবশেষ সফরে আমরা ভালো খেলিনি। এবার পেস আক্রমণ, স্পিন আক্রমণ মিলিয়ে ভালো একটা দল গেছে। আমি আশা করি, আমরা যেন ম্যাচ না হারি। জিততে না পারলেও অন্তত যেন ড্র করতে পারি“

ইমরুল শেষবার জাতীয় দলে খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে ভারত সফরে। সাদা পোশাকে ফর্মহীনতার ধারাবাহিকতা সেই সিরিজের বজায় ছিল। ফলাফল, জাতীয় দল থেকে ছিটকে যাওয়া। বর্তমানে তার ঠিকানা বাংলাদেশ টাইগার্স।

 

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img