লড়াই হলো রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদের। সমান তালে লড়াইয়ের পর দুই মাদ্রিদের খেলাও শেষ হয়েছে সমানে সমানে। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ১০ জনের আতলেতিকোকেও হারাতে পারেননি রিয়াল। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে ড্র হয় দুই মাদ্রিদের ম্যাচ।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আতলেতিকোকে আতিথ্য দেয় রিয়াল। শুরু থেকেই সমানে সমানে লড়াই করতে থাকে দুই দল। তবে দুর্বল ফিনিশিংয়ের কারণে কেউই গোল করতে পারছিল না। কোনো গোল ছাড়াই শেষ হয় প্রথমার্ধের খেলা।
18-year-old Álvaro Rodríguez's first Real Madrid goal is an 85th-minute equalizer in the Madrid derby 🌟
It was only his second La Liga appearance. pic.twitter.com/Zt9kVzXjAS
— B/R Football (@brfootball) February 25, 2023
দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণ করতে থাকে ভিনিসিয়ুস-বেনজেমারা। তবে কোনোভাবেই গোলের দেখা পাচ্ছিলো না রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে আতলেতিকো ফরওয়ার্ড কোরেয়া লাল কার্ড খেলে ১০ জনের দলে পরিণত হয় দিয়েগো সিমিওনের দল। কিন্তু ১০ জনের দল পেয়েও সুবিধা করতে পারেননি রিয়াল। উলটা ৭৮ মিনিটে গোল খেয়ে বসে তারা। আতলেতিকো ডিফেন্ডার গিমেনেজের শট জালে জড়ালে পিছিয়ে পড়ে রিয়াল। গোল খেয়ে আক্রমণের ধার বাড়ায় কার্লো আনচেলত্তির শিষ্যরা। অবশেষে খেলার ৮৫ মিনিটে আলভারোর গোলে সমতায় ফিরে রিয়াল। শেষ পর্যন্ত আর কেউ গোল করতে না পারায় ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলের।
এই ড্র রিয়ালকে পিছিয়ে দিয়েছে অনেকটাই। লা লিগা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল। এই ড্রয়ে লাভটা অবশ্য বার্সেলোনার। রবিবার পয়েন্ট তালিকার নিচে থাকা আলমেরিয়ার সাথে খেলতে নামবে বার্সা। জয় পেলেই সুযোগ থাকবে রিয়ালের সাথে পয়েন্টের ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে বার্সা।
এদিকে শেষ ৭ বছরে আতলেতিকোর কাছে ঘরের মাঠে একবারও হারেনি রিয়াল। তবে লিগে টানা ৭ ম্যাচে অপরাজিত থাকলো আতলেতিকো। আর এই ড্রয়ের দিনে রিয়ালের কিংবদন্তি কোচ মিগুয়েল মুনোজকে টপকে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে কোচিং করানোর রেকর্ড গড়লেন সিমিওনে। লা লিগায় ৪২৫ ম্যাচে কোচিং করিয়ে এ কীর্তি গড়েন তিনি।