২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

দায়িত্ব ছাড়ছেন তিতে

- Advertisement -

কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২২ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়তে যাচ্ছেন ব্রাজিলের কোপা আমেরিকা জয়ী কোচ তিতে। এমনটাই জানিয়েছেন স্বয়ং তিতে নিজেই। তাই দায়িত্ব ছাড়ার আগে দলকে জেতাতে চান বিশ্বকাপ।

“আমি কাতার বিশ্বকাপের শেষ পর্যন্ত দায়িত্বে থাকছি। এখানে আমার মিথ্যা বলার কোন কারণ নেই। আমি আমার ক্যারিয়ারে বিশ্বকাপ ছাড়া সবই জিতেছি। এবার সেটিই আমার লক্ষ্য।”– তিতে

২০১৯ সালে তিতের অধীনে কোপা আমেরিকা জেতে ব্রাজিল।

বিশ্বকাপ জিততে যে বেশ মুখিয়ে আছেন তা তাঁর কথাতেই স্পষ্ট। ২০১৬ তে ব্রাজিলের দায়িত্ব নেওয়া এই কোচের অধীনে ৯ম বারের মত কোপা আমেরিকার শিরোপা জিতেছিলো থিয়াগো সিলভা–নেইমার জুনিয়ররা। এছাড়াও তাঁর অধীনে ২০২১ সালের কোপায় ফাইনাল খেলছে সেলেসাওরা। ২০১৮ তে তাঁর অধীনেই বিশ্বকাপ খেলে ব্রাজিল, সেবার বিদায় নিয়েছিলো কোয়ার্টার ফাইনাল থেকে।

তিতের অধীনে ৭০ ম্যাচের ৫১ টিতে জিতেছে ব্রাজিল, ড্র ১৪ টি আর হেরেছে মাত্র ৫ ম্যাচ। বিশ্বকাপ শুরুর আগে দারুণ ছন্দে আছে তিতের দল। অপরাজিত থেকে টিকিট কেটেছে ২০২২ কাতার বিশ্বকাপের। বিশ্বকাপ বাছাই পর্বে ১৫ ম্যাচে ব্রাজিলে জয় ১২ টি আর ৩ ড্র টি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img