৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দুই ‘বন্ধুর’ একজন ফিরলেও টাইগারদের পথ দেখাচ্ছেন নাইম

- Advertisement -

ওপেনিংয়ে সাইফ হাসানের পরিবর্তে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি নাজমুল হোসান শান্ত। অভিষিক্ত শাহনাওয়াজ দাহানির প্রথম শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন ৫ রান করেই। তিনে নেমে ভালো শুরু করেও ইনিংসটাকে বড় করতে পারেননি শামিম হোসেন; ২২ রান করে উসমান কাদিরকে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়েছেন মিড উইকেটে দাড়ানো ইফতিখার আহমেদকে।

অভিষেকেই ফিরিয়েছেন শান্তকে

দুজন ফিরে গেলে বাংলাদেশকে এগিয়ে নেয়ার দায়িত্বটা নিজদের কাঁধে তুলে নেন আফিফ হোসেন-মোহাম্মদ নাইম। বয়সভিত্তিক ক্রিকেটে দুজনেই খেলেছেন একসাথে, দুইজনই দুজনের ক্রিকেটটাকে জানেন ভালোমতো। আর সেই অভিজ্ঞতাই কাজে লাগিয়েছেন আফিফ-নাইম।

উসমানের বলে আউট হয়েছেন আফিফ

ধীরে ইনিংস শুরু করলেও, নাইম জ্বলে উঠেছেন সঠিক সময়েই। উসমান কাদিরের দ্বিতীয় ওভারে তুলে নিয়েছেন এক ছক্কা এবং এক চার। পরের ওভারেই যখন উসমান আবারও বোলিংয়ে এসেছেন, ছক্কা দিয়েই তাকে স্বাগত জানিয়েছেন আফিফ, শেষও করেছেন ছক্কা দিয়েই। কিন্তু, বেশীক্ষণ ছন্দ ধরে রাখতে পারেননি তারা, উসমানের গুগলি বুঝতে না পেরে ক্যাচ তুলে দিয়ে ফিরেছেন আফিফ; করেছেন ২০ রান।

আফিফ ফিরলেও নাইম খেলে যাচ্ছেন বেশ দাপটের সাথেই। উসমানকেই হাঁকিয়েছেন ছক্কা, জুটি গড়ার চেষ্টায় আছেন অধিনায়ক রিয়াদের সাথে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img