শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শেষ, নাজমুল হোসেন শান্তর দলের ব্যস্ততা এখন ৫০ ওভারের ফরম্যাটকে ঘিরে। আগামী ১৩ মার্চ লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ দল। তার আগে ৫০ ওভারের ফরম্যাটের সিরিজের টিকেটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সর্বনিম্ন ২০০ টাকায় সাধারণ দর্শকদের জন্য ম্যাচ দেখার সুযোগ রেখেছে বিসিবি। সর্বোচ্চ টিকেটের মূল্য তারা রেখেছে ১৫০০ টাকা।
গ্রান্ড স্ট্যান্ড ও রুফ টপ হসপিটালিটিতে বসে খেলা দেখতে হলে একজন সাধারণ দর্শককে খরচ করতে হবে ১৫০০ টাকা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডের টিকেটের মূল্য ১০০০ টাকা। কেউ যদি ক্লাব হাউজে বসে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচ দেখতে যায় তাহলে তার টিকেটের জন্য খরচ করতে হবে ৫০০ টাকা। ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের জন্য ৩০০ ও ওয়েস্টার্ন স্ট্যান্ড টিকেটের জন্য ২০০ টাকা নির্ধারণ করেছে বিসিবি।
সবশেষ টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে দুই দলের লড়াই মানে কোনো না কোনো বিতর্ক লেগে থাকবেই। এই যেমন প্রথম টি-টোয়েন্টিতে উইকেট পাওয়ার পর শরীফুল ইসলামের ‘টাইম আউট’ সেলিব্রেশন, দ্বিতীয়টিতে সৌম্য সরকারের আউট নিয়ে বিতর্ক, তৃতীয় টি-টোয়েন্টিতে জেতার পর শিরোপা নিয়ে লঙ্কান খেলোয়াড়দের ‘টাইম আউট’ সেলিব্রেশন। সব মিলিয়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা খেলা মানেই বাড়তি রসদ পাচ্ছে সমর্থকরা।