৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দুর্দান্ত ভিনিসিয়ুস, অপ্রতিরোধ্য রিয়াল

- Advertisement -

গত সপ্তাহে সেভিয়ার বিপক্ষে ম্যাচের ১৭তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হোন রিয়াল মাদ্রিদ অধিনায়ক করিম বেনজেমা। ভাগ্যের কি নির্মম পরিহাস! আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ ম্যাচে সেই ১৭তম মিনিটেই দলকে গোল এনে দিয়েছেন ফ্রান্স তারকা। বেনজেমা এবং মার্কো অ্যাসেনসিওর গোলে ঘরের মাঠে আতলেতিকোকে ২-০ গোলে হারিয়েছে রিয়াল।

প্রথম গোলটি এসেছে বেনজেমার পা থেকেই

ম্যাচের ১৭তম মিনিটের খেলা চলছে; ডানপ্রান্ত থেকে ভিনিসিয়ুস জুনিয়রের ক্রস এবং গোলপোস্টের সামনে দাড়ানো করিম বেনজেমার ডান পায়ের জোরালো শটের গোল। ভিনিসিয়ুস জুনিয়র অবদান রেখেছেন পরের গোলটিতেও। ম্যাচের তখন ৫৭ মিনিট, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এবার পাশ করেছেন বক্সের বাঁপ্রান্ত থেকে। ডানপ্রান্তে দাড়ানো অ্যাসেনসিও বলটা পেতেই মেরেছেন গড়িয়ে, ইয়ান ও’ব্লাক ঝাপিয়েও পারেননি জালে জড়ানো থেকে বলটাকে বাঁচাতে।

৪২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানটা আরোও সুসংহত করে রাখল রিয়াল। দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সাথে তাদের পয়েন্টের ব্যবধান আট। চার নম্বারে থাকা আতলেতিকোর পয়েন্ট ২৯।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img