সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের পর থেকেই বাংলাদেশ দলের আত্মবিশ্বাসটা বহুগুণ বেড়ে গেছে। টাইগাররা বিশ্বাস করতে শুরু করেছে যে, প্রোটিয়াদের মাটিতে টেস্টেও তাদেরকে হারানো সম্ভব। বিশেষ করে শেষ দুই বছরে পেস বোলিং ডিপার্টমেন্ট আশার আলো দেখাচ্ছে বাংলাদেশের জন্য। টাইগার পেসার ইবাদত হোসেনও স্বপ্ন দেখতে শুরু করেছেন পেস বোলিং ইউনিট নিয়ে, লক্ষ্যটা দেশ এবং দেশের বাইরে দলকে জেতানোর।
“আমরা ফাস্ট বোলাররা চেষ্টা করছি কীভাবে আরো উন্নতি করতে পারি। আলহামদুলিল্লাহ্ বাইরে আমরা ভালো করছি। দেশেও একসময় আমরা তিন-চারজন ফাস্ট বোলার খেলব বলেই আশা করি। সবার আত্মবিশ্বাস অনেক বেড়েছে। ইনশাআল্লাহ্, আমরা সবাই মিলে দেশ এবং দেশের বাইরে দলকে জেতাব”-বলছিলেন ইবাদত
ওয়ানডে সিরিজ জেতার পর থেকেই দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা এবার ব্যাটে-বলে সমানভাবে কার্যকর থেকেই টেস্ট সিরিজেও ভালো করতে চায়। এ প্রসঙ্গে ইবাদত বলেন, “আমাদের ফাস্ট বোলারদের ইম্প্রুভিং গ্রাফটা যদি লক্ষ্য করেন, আলহামদুলিল্লাহ্ শেষ এক-দুই বছর ধরে তাসকিন-শরীফুল-মুস্তাফিজ আমরা সবাই খুব ভালো করার চেষ্টা করছি। ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকার মাটিতে সিরিজ যেটা খুবই কঠিন ছিল। কিন্তু আমাদের ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে। সেইসাথে তামিম ভাই, সাকিব ভাই, লিটন, মুশফিক ভাই রিয়াদ ভাই খুবই ভালো ব্যাটিং করেছে। এমন একটা জয়ের পরে সবাই বুস্ট আপ আছে, আত্মবিশ্বাস বেড়েছে। আত্মবিশ্বাস নিয়েই এই টেস্ট ম্যাচটা শুরু করতে চাই। আশা করি ভালো করব।”
শনিবার থেকে চ্যাটসওয়ার্থে দুইদিনের প্র্যাকটিস সেশনের সুযোগ পেয়েছে টাইগাররা। প্রথমদিন প্র্যাকটিস না করলেও উইকেটের ধারণা নেয়ার চেষ্টা করেছে। এ প্রসঙ্গে ইবাদত বলেন, “আলহামদুলিল্লাহ্, এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ যে, আমরা দুইদিনের একটা প্র্যাকটিস ম্যাচ পেয়েছি। আজকে আমরা প্র্যাকটিসের বদলে ম্যাচ সিনারিও করেছি এখানে। এটা খুবই ভালো। আশা করছি সিমিলার উইকেট থাকবে। এভাবেই চেষ্টা করেছি যে, লাইন এবং লেংথ মেনটেন করে প্রস্তুতি নেয়ার।”
বছরের শুরুতেই টেস্ট দল নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টেস্ট জিতে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের এই ধারাবাহিকতা বজায় রাখাটাই এখন তাদের লক্ষ্য। ইবাদতের মতে, “শুরুতে মাউন্ট মঙ্গানুই টেস্ট দিয়ে আমরা খুব ভালো করেছি। সুতরাং দলের সবারই আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমরা সবাই চেষ্টা করছি যে, এই আত্মবিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাব। এই টেস্ট সিরিজটাও আমরা জিততে চাই।”