অ্যাশেজে সময়টা ভালো যাচ্ছে না ইংল্যান্ডের; প্রথম তিন ম্যাচই হেরেছে জো রুটের দল। চতুর্থ টেস্টে ড্র স্বস্তি হয়ে ধরা দিলেও জস বাটলারের আঙ্গুল ভেঙ্গে যাওয়ার খবরে উল্টো বিষাদ নেমে এসেছে ইংলিশ শিবিরে। পঞ্চম টেস্ট না খেলেই দেশে ফিরে যাচ্ছেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান, তার জায়গায় দেখা যেতে পারে স্যাম বিলিংসকে।
“জস বাটলার ঘরে ফিরে যাচ্ছে। ওর ইনজুরিটা গুরুতর। তবুও সে যেভাবে লড়েছে তা প্রমাণ করে সে দলের জন্য কতটা নিবেদিত প্রাণ”- বলছিলেন জো রুট
Joe Root has confirmed that Jos Buttler won't be available for the Hobart Test due to a finger injury#Ashes pic.twitter.com/GLNmf1U6vS
— ESPNcricinfo (@ESPNcricinfo) January 9, 2022
পুরো অ্যাশেজ সিরিজেই নিজেকে হারিয়ে খুঁজেছেন বাটলার। চার টেস্টে ১৫.২৮ গড়ে করেছেন ১০৭ রান। এর মধ্যে অ্যাডিলেডের সেই ২০৭ বলে ২৬ রানের লড়াকু ইনিংসটিও রয়েছে। শুধু বাটলার নন, ইনজুরির কবলে পড়েছেন জনি বেয়ারস্টো, বেন স্টোকসের মতো তারকা খেলোয়াড়রাও। এরপরেও সকলে যেভাবে দেশের হয়ে লড়ে যাচ্ছে তাতে গর্বিত রুট, “অনেকেই শারীরিক দিক থেকে বেশ ইনজুরিতে। এরপরেও সকলে যেভাবে লড়ে যাচ্ছে তাতে আমি সত্যিই ভীষণ গর্বিত।”