প্রায় ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট, তবে মাঠে বাংলাদেশ দল ছিল দুর্দান্ত। উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগাররা জয় পেয়েছে ৬ উইকেটে। আলাদাভাবে নজর কেড়েছে বাংলাদেশের বোলিং লাইন-আপ। সাকিব-মোস্তাফিজদের বোলিং তোপে দেড়শোও করতে পারেনি উইন্ডিজ।
মাঝে একদিন বিরতি দিয়েই শুক্রবার দ্বিতীয় ওয়ানডে। তবে বৃহস্পতিবার ক্রিকেটাররা ছিলেন অনুশীলনে মনোযোগী। ঐচ্ছ্বিক অনুশীলন থাকলেও মাঠে এসছেন প্রায় সবাই। টাইগারদের মানসিকতায় স্পষ্ট, দ্বিতীয় ওয়ানডেতেও হয়তো কোনো ছাড় পাচ্ছে না উইন্ডিজ।
ম্যাচ হেরেও ক্যারিবিয়ানরা ছিল বিশ্রামে। একদম উল্টো চিত্র। অনুশীলনে দেখা যায়নি সফররত দলের কোনো ক্রিকেটারকে।