পারিবারিক কারণে সাউথ আফ্রিকায় ওয়ানডে সিরিজ শেষেই দেশের উদ্দেশ্যে বুধবার রাতেই রওনা দিয়েছেন সাকিব আল হাসান। তবে সব কিছু ঠিকঠাক থাকলে দ্বিতীয় টেস্টে দলের সাথে সাকিব যোগ দিতে পারেন, এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দেশে ফিরলেও সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার ব্যাপারে আগ্রহের কথা সাকিব নিজেই নাকি জানিয়েছেন পাপনকে।
“আমাদের এখনো দুটো টেস্ট বাকি আছে। আমার যেটা ধারণা, যদি সবকিছু ঠিক থাকে তাহলে প্রথম টেস্টে না হলেও দ্বিতীয় টেস্টটা সাকিব খেলতে পারে”-বলছিলেন পাপন
মানসিক অবসাদ নিয়েই সাউথ আফ্রিকা সফরে গিয়েছিলেন সাকিব আল হাসান। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে হয়েছিলেন ম্যাচসেরাও। সাকিব দলে থাকা মানেই দলের জন্য স্বস্তি এবং ক্রিকেটারদের জন্য বড় অনুপ্রেরণা। তিনি টেস্ট খেলতে চান না, এমন তর্ক-বিতর্ক তো আগে থেকেই ছিল। তবে, পরিবারের অসুস্থতার কারণে এবার আর সাউথ আফ্রিকায় টেস্ট খেলবেন না এমনটা ভাবার কোনো অবকাশ নেই। পাপন নিজেই জানিয়েছেন, “ওর সাউথ আফ্রিকায় টেস্ট খেলতে কোনো আপত্তি নেই। এমনটাই ও জানিয়েছে।”