পল স্টার্লিংয়ের উইকেটটি হারালেও তাঁর এবং আরেক ওপেনার অ্যান্ডি বালবির্নির শুরুর ঝড়ে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের বিপক্ষে ভালো অবস্থানেই আছে আয়ারল্যান্ড। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেটে ৬০ রান করেছে আইরিশরা।
চতুর্থ ওভারের শেষ বলে নাসুম আহমেদের বলে বোল্ড হওয়ার আগে স্টার্লিং করছেন ১৬ বলে ২২ রান, মেরেছেন ৫টি বাউন্ডারি। ওপেনিং জুটিতে আয়ারল্যান্ড তুলেছে ৩৩ রান। এই মুহুর্তে অ্যান্ডি বালবির্নি ১৯ বলে ২২* ও গ্যারেথ ডেলেনি ৭ বলে ১৪ রান করে অপরাজিত রয়েছে।
ম্যাচটি কোথাও লাইভ সম্প্রচার করা হচ্ছে না।