৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

দ্রাবিড়ের চেয়ারে বসতে যাচ্ছেন লক্ষ্মণ

- Advertisement -

ভাঙ্গিপুরাপ্পু ভেঙ্কট সাই লক্ষ্মণ- সংক্ষেপে ভিভিএস লক্ষ্মণ। তবে খেলোয়াড়ি জীবনে ব্যাট হাতে মিডল অর্ডারে অসাধারণ সব ইনিংস খেলার জন্য কেউ কেউ তাকে ভালোবেসে ডাকতো ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্মণ বলেও।

সেই ভেরি ভেরি স্পেশাল লক্ষ্মণ এখন বসতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের একটি ভেরি ভেরি স্পেশাল দায়িত্বে। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) প্রধান হতে যাচ্ছেন তিনি, রবিবার বিসিসিআইয়ের একজন সিনিয়র কর্মকর্তা নিশ্চিত করেছেন।

২০০১ সালে ইডেন গার্ডেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফলো অন থেকে উঠে এসে জয়ের ইতিহাস সৃষ্টি করেছিলো ভারত। সেই ইতিহাস গড়া জয়ে লক্ষ্মণের সাথে পঞ্চম উইকেট জুটিতে ৩৭৬ রানের জুটি গড়ে অবদান রেখেছিলেন যিনি, সেই সতীর্থ ও বন্ধু রাহুল দ্রাবিড় এখন ভারতের হেড কোচ হচ্ছেন, এনসিএতে তাঁরই শূণ্য আসনে বসতে যাচ্ছেন এই কিংবদন্তী।

২০০১ কলকাতা টেস্টে দ্রাবিড় ও লক্ষ্মণ

লক্ষ্মণ ইতিমধ্যেই আইপিএল দল সানরাইজার্স হায়দ্রাবাদের ‘মেন্টর’ এর ভূমিকা থেকে ইস্তফা দিয়েছেন এবং এনসিএর হেড হিসবে ‘স্বার্থের ধারা লঙ্ঘন’ এড়াতে এইসময়কালে তিনি কোন ধারাভাষ্য প্যানেলের অংশ হতে পারবেন না বা কোন সংবাদপত্রের জন্য কলামও লিখতে পারবেন না।

আগামী ৪ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভা। তাঁর আগেই লক্ষ্মণের নিয়োগ কার্যকর হবে বলে জানা গেছে।

ভিভিএস লক্ষ্মণ প্রাথমিকভাবে বিসিসিআইয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। কারণ তিনি তার প্রাণের শহর হায়দ্রাবাদ ছেড়ে ব্যাঙ্গালুরুতে এসে বসবাস করতে চাননি। তবে অবশেষে এই দায়িত্ব গ্রহণ করতে তিনি রাজি হয়েছেন।

ভারতীয় ক্রিকেটের দুই আধুনিক যুগের কিংবদন্তী ভিভিএস লক্ষ্মণ এবং রাহুল দ্রাবিড় এখন একসঙ্গে কাজ করবেন ভারতের প্রধান কোচ এবং এনসিএ প্রধান হিসেবে। ভারতের ক্রিকেট যে সুদিনের পথে এগুচ্ছে তা নিঃসন্দধে বলা যায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img