২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ধ্বংসযজ্ঞের মধ্যে মিঠুন-শুভাগতের বীরোচিত প্রতিরোধ

- Advertisement -

মিরপুরে বিসিএলের ফাইনাল চলছে সাউথ জোন আর সেন্ট্রাল জোনের মধ্যে। মাঠের সবুজ থেকে উইকেটের সবুজ আলাদা করা কঠিন। এমন পিচে পেসাররাই ধ্বংসযজ্ঞ চালান এটাই স্বাভাবিক। তবে তবে আগের ইনিংসে সেন্ট্রাল জোনের নেওয়া ১০টি উইকেটের ৮টিই নিয়েছিলেন দুই স্পিনার হাসান মুরাদ ও শুভাগত হোম।

পিচের চরিত্র বোঝা গেলো সাউথ জোন বোলিংয়ে আসামাত্র, বোঝালেন ফরহাদ রেজা। তাঁর ৭১ ও জাকির হাসানের সেঞ্চুরির সাথে তাঁর ৭১ রানের কল্যাণে সাউথ জোন যে ৩৮৭ রানের সংগ্রহ দাঁড়া করিয়েছিলো সেটির মর্যাদা রাখতে রেজা বল হাতে ঝড়ালেন আগুন। প্রথম স্পেলে ৪ ওভার বল করে মাত্র ৮ রান দিয়েই ৪ উইকেট নিয়ে নিলেন ঘরোয়া লিগের অভিজ্ঞ এই অলরাউন্ডার। আব্দুল মজিদ, সৌম্য সরকার, সালমান হোসেন ও তাইবুর পারভেজ একে একে ফিরে যান রেজার শিকার হয়ে তখন দেখা যায়, ধ্বংসস্তুপের মধ্যে ঠায় দাঁড়িয়ে রয়েছেন মোহাম্মদ মিঠুন।

মিঠুন-শুভাগতের ১৬৮ রানের জুটিতেই ম্যাচে আছে সেন্ট্রাল জোন

এরপর শুভাগত হোমকে নিয়ে শুরু হয় মিঠুনের প্রতিরোধের গল্প। নিজে করেন সেঞ্চুরি, শুভাগত করেন ফিফটি। দুজনে মিলে দিনের বাকি সময়টায় সেন্ট্রাল জোনের আর একটি উইকেটও পড়তে দেননি। ১৮৪/৪ এ দিন শেষ করেছে সেন্ট্রাল জোন। মিঠুন ১০২* ও শুভাগত ৬৭* রান করে অপরাজিত আছে।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img