২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

নতুন ব্যাটিং ও স্পিন বোলিং কোচ নিয়োগ দিলো বিসিবি

- Advertisement -

শনিবার বাংলাদেশ দলের নতুন ব্যাটিং ও স্পিন বোলিং কোচের নাম জানা গেছে, জিম্বাবুয়ে সিরিজের জপন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স এবং স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের মেয়াদ টি২০ বিশ্বকাপ পর্যন্ত।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

বেশকদিন ধরেই নতুন স্পিন বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগের গুঞ্জন বিসিবির আকাশে উড়ছিলো। স্পিন বোলিং কোচ হিসেবে রঙ্গনা হেরাথের নাম আগেই শোনা যাচ্ছিলো, শনিবার তারই নাম ঘোষনা আসে স্পিন বোলিং কোচ হিসেবে। তবে ব্যাটিং কোচ হিসেবে অ্যাশওয়েল প্রিন্সের নাম এদিন অনেকটাই সারপ্রাইজ হিসেবে আসে।

ছবিঃ ইন্টারনেট
ছবিঃ ইন্টারনেট

হাইপ্রোফাইল কোচ নিয়োগ দেয়া বিসিবির রীতিগুলোর মধ্যে একটা, হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্সের নিয়োগ তারই এক নতুন উদাহরণ। হেরাথের ক্যারিয়ারে ৯৩ টেস্টে উইকেট এসেছে ৪৩৩ টি, ওডিআইতে ৭১ ম্যাচে উইকেট পেয়েছেন ৭৪ টা। প্রিন্সও মূলত টেস্ট ব্যাটসম্যানই ছিলেন, ৬৬ টেস্টে ৪১ গড়ে করেছিলেম ৩৬৬৫ রান। নতুন দুই ব্যাটিং ও স্পিন বোলিং কোচের দায়ীত্বে বাংলাদেশের ক্রিকেটের কোন নতুন দিগন্ত উন্মোচিত হবে তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img