২৭ ডিসেম্বর ২০২৪, শুক্রবার

না চাইলেও নিউজিল্যান্ডেই থাকতে হচ্ছে টাইগারদের

- Advertisement -

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। তবে,  করোনার প্রকোপে রুম কোয়ারেন্টিনে বন্দী ক্রিকেটাররা। রুম কোয়ারেন্টিনের মেয়াদ শুধুই বাড়ছে টাইগারদের জন্য! দলের কেউ কেউ নাকি চলেও আসতে চাইছে বাংলাদেশে! প্রশ্ন উঠেছিলো, নিউজিল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার সিরিজটি শেষ অব্দি মাঠে গড়াবে তো? তবে, সব শঙ্কা উড়িয়ে দিয়ে শনিবার বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ না হওয়ার কোনো সুযোগই নেই।

“অনেক প্লেয়ার চিন্তা করছিলো সিরিজটা বাদ দেয়া যায় কি না। কিন্তু, এটার কোনো সুযোগ নেই”- সংবাদসম্মেলনে পাপন বলছিলেন

গত ৯ ডিসেম্বর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজটি খেলতে নিউজিল্যান্ডে পাড়ি জমায় বাংলাদেশ দল। কথা ছিলো, এক সপ্তাহের জন্য রুম কোয়ারেন্টিনে থাকতে হবে টাইগারদের। কিন্ত, দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথের করোনা পজিটিভ হওয়ায় কোয়ারেন্টিনের মেয়াদ বাড়িয়ে দেয় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়। এমনকি বাংলাদেশ দলের জন্য অনুশীলন এবং জিমনেশিয়াম ব্যাবহারেও জারি করা হয় কঠোর নিষেধাজ্ঞা। যদি শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ায় তাহলে কবে থেকে বাংলাদেশ আবারো মাঠের অনুশীলনে ঘাম ঝড়াতে পারবে? এমন প্রশ্নের জবাবে পাপন জানান, “২১ তারিখে আবারো দলের সবার করোনা পরিক্ষা করা হবে। সেখানে নেগেটিভ আসলে কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ক্রিকেটাররা আবারো প্র্যাকটিস করতে পারবে”      

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img