১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নাপোলিকে হারাতে পারবে বার্সেলোনা?

- Advertisement -

ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নাপোলির বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। নেপলসের স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে বুধবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

নিজেদের লিগে খুব একটা সুবিধাজনক স্থানে নেই বার্সেলোনা ও নাপোলি। দল দুটির মাঝে মিলও আছে বেশ কয়েকটি। দুই দলেই সবশেষ মৌসুমে নিজেদের লিগের চ্যাম্পিয়ন, চলতি মৌসুমে শিরোপা ধরে রাখা প্রায় অসম্ভব বার্সেলোনা ও নাপোলির জন্য। এই মৌসুমেই দুইবার কোচ বদল করেছে নাপোলি, মৌসুম শেষে বার্সেলোনায় থাকছেন না জাভি হার্নান্দেজ। দুই দলের সামনেই শুধু চ্যাম্পিয়ন্স লিগ জেতার সুযোগ আছে।

নাপোলির বিপক্ষে অতীত পরিসংখ্যান কথা বলছে বার্সেলোনার হয়ে। ইউরোপিয়ান প্রতিযোগিতায় কখনোই ইতালিয়ান এই প্রতিপক্ষের বিপক্ষে হারেনি কাতালানরা। দুই দলের সবশেষ দেখায় ৪-২ গোলে জিতেছিল বার্সেলোনা। যদিও সেটা ছিল ইউরোপা লিগে।

ফর্মে ফিরেছেন রবার্ট লেভানডফস্কি, লিগে সবশেষ তিন ম্যাচে করেছেন চার গোল

তবে ঘরের মাঠে সবশেষ তিন ম্যাচে জয় ও ইতালিয়ান প্রতিপক্ষের বিপক্ষে বার্সেলোনার পরিসংখ্যান নাপোলির আশার পালে হাওয়া দিচ্ছে। চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বে অ্যাওয়ে ম্যাচে ১০ ম্যাচের মধ্যে মাত্র ১টিতে জিততে পেরেছে বার্সেলোনা।

তবে রবাট লেভানডফস্কি ফর্মে ফেরায় জয়ের ব্যাপারে আশাবাদী জাভির দল। সবশেষ তিন ম্যাচে চার গোল করেছেন লেভা। এছাড়াও কাতালান ক্লাবটির তরুণ তুর্কি লামিন ইয়ামাল আছেন দারুণ ফর্মে। গত দুই মৌসুমে নক আউট পর্বের আগেই বিদায় নেওয়া বার্সেলোনা তাই এবার দারুণ কিছুর স্বপ্নই দেখছে।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগের আরেক ম্যাচে এফসি পোর্তোর বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। পোর্তোর ঘরের মাঠ এস্তাদিও দো ড্রাগাওয়ে বুধবার রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img