১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবে আইসিসিকে ভারতের ‘না’

- Advertisement -

আগামী অক্টোবরে মাঠে গড়ানোর কথা রয়েছে নারী টি-টোয়েন্টি বিশ্বাকাপের। তবে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিকল্প আয়োজক দেশ নিয়ে ভাবছে আইসিসি। এরই মাঝে বিশ্বকাপ আয়োজনের জন্য ভারতকে প্রস্তাব দিয়েছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে তা ফিরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি জয় শাহ।

ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, জয় শাহ জানিয়েছেন অক্টোবরে বিশ্বকাপ আয়োজনে রাজি নয় ভারত। ৩ থেকে ২০ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের আয়োজক হিসাবে নিজেদেরকে বাদ দিয়ে শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতকে সম্ভাব্য বিকল্প হিসাবে নেওয়ার কথা জানিয়েছে বিসিসিআই।

জয় শাহ বলেন, “তারা (আইসিসি) আমাকে জিজ্ঞেস করেছিল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করব কি না। আমি স্পষ্টভাবে না করেছি। বর্ষার মৌসুম চলছে আর আগামী বছর আমরা নারীদের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করব। আমি এমন কোন ইঙ্গিত দিতে চাই না যে আমরা টানা বিশ্বকাপ আয়োজন করতে সক্ষম।” 

টানা ৩৬ দিনের আন্দোলন শেষে গত ৫ আগস্ট বাংলাদেশের সরকার প্রধানের পদ থেকে সরে যান শেখ হাসিনা। সেদিন থেকেই খোঁজ নেই ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনেরও। এই পরিস্থিতিতে বাংলাদেশে নারী বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কিত আইসিসি।

বর্তমানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় দলের পুরুষ ক্রিকেটাররা। পাকিস্তান সিরিজ শেষেই দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে ভারত সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। আপাতত সেই সিরিজকেই গুরুত্ব দিচ্ছেন বিসিসিআই সভাপতি।

জয় শাহ বলেন, “বাংলাদেশে সাথে এখনো কথা হয়নি। হয়তো তারা আমাদের সাথে কথা বলবেন, না হয় আমি নিজেই কথা বলব। বাংলাদেশ সিরিজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।” 

ভারত প্রস্তাব ফিরিয়ে দেয়ার ফলে বিশ্বকাপের আয়োজনের জন্য বিকল্প হিসেবে এগিয়ে থাকবে শ্রীলঙ্কা এবং আরব আমিরাত। যদিও ভারতের মতোই বর্তমানে একই আবহাওয়া চলমান শ্রীলঙ্কাতেও। সেখানেও চলছে বৃষ্টির মৌসুম। গেল বছর এশিয়া কাপের সহ-আয়োজক থাকাকালেও বৃষ্টি বাগড়া দিয়েছিল শ্রীলঙ্কায়।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img