উরুর চোটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন সুর্যকুমার যাদব। কানপুরে প্রথম টেস্ট শুরুর দুইদিন আগে দলে ডাকা হয়েছে মুম্বাইয়ের এই ব্যাটসম্যানকে।
Just in: KL Rahul has been ruled out of the #INDvNZ Test series after sustaining a muscle strain on his left thigh
Suryakumar Yadav replaces him in India's Test squad pic.twitter.com/6AQu6K1GZv
— ESPNcricinfo (@ESPNcricinfo) November 23, 2021
মিডল অর্ডার এই ব্যাটসম্যান আছেন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেকের অপেক্ষায়। সুর্যকুমার এর আগেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষমুহুর্তে দলে ডাক পেয়েছিলেন। কিন্তু তার অভিষেক হয়নি সেবার।
বৃহস্পতিবার কানপুরে প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টে ৩ ডিসেম্বর মুম্বাইয়ে মাঠে নামবে ভারত-নিউজিল্যান্ড।