৬ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার

নিজের সেরা পারফরম্যান্সটাই এবার করতে চান কোহলি

- Advertisement -

ভারত টি-টোয়েন্টি দলের দায়িত্ব থেকে সরে দাড়িয়েছেন বিশ্বকাপ শেষেই। ভিরাট কোহলি ঘোষণা দিয়েছিলেন ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না আইপিএলেও। তাতে কি! খেলোয়াড় কোহলিকে তো পেতে চাইবে যে কোনো দলই। গত মৌসুমটা কোহলিসুলভ না গেলেও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আস্থা রেখেছে কোহলির ওপরেই। কোহলিও দিতে চান আস্থার প্রতিদান।

“আরসিবির সাথে আরও তিন বছর থাকার সুযোগটা আমার জন্য বিরাট ব্যাপার। নিজের সেরা পারফরম্যান্সটা এখন অব্দি দিতে পারিনি। কিন্তু, আমার বিশ্বাস এবারে নিজের সেরা পারফরম্যান্সটাই করবো”-বলছিলেন কোহলি

দুর্দান্ত এক মৌসুম কাটানোর অপেক্ষায় কোহলি

আইপিলের প্রথম আসর থেকেই এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে যাচ্ছেন কোহলি। দলের সাথে আবারও চুক্তিবদ্ধ হয়ে জানিয়েছেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা, “এখানে আমাদের যে পরিমাণ ভক্ত আছে তা অবিশ্বাস্যকর। টিম ম্যানেজমেন্ট এবং অন্যান্য খেলোয়াড়দের জন্যও এটি দারুণ ব্যাপার।”

ব্যাঙ্গালুরুর হয়ে ২০৭ ম্যাচ খেলে ৩৭.৩৯ গড়ে ৬২৮৩ রান করেছেন কোহলি; ব্যাট হাতে ৫টি শতক এবং ৪২টি অর্ধশতক হাঁকিয়েছেন এই মারকুটে ব্যাটসম্যান।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img