৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

নেপালকে হারিয়ে সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ

- Advertisement -

নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশ। বুধবার নেপালের আনফা কমপ্লেক্সে স্বাগতিকদের ৪-১ হারিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। মিরাজুল ইসলাম দুটি এবং রাব্বি হোসেন ও পিয়াস আহমেদ গোল করেন একটি করে।

ঘরের মাঠে শুরু থেকেই দাপটে ছিল নেপাল, গোলের সুযোগও তৈরি করছিল তারাই। কিন্তু বাংলাদেশের যুবাদের মাঠের পারফরম্যান্সে পেরে ওঠেনি তারা। প্রথমার্ধের যোগ করা সময়ে প্রথম লিড নেয় বাংলাদেশ। দুর্দান্ত এক ফ্রি কিকে গোল করেন অনূর্ধ্ব-২০ দলের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ওই মিরাজুলের গোলে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ যুবা দল। ৫৫ মিনিটে ব্যবধান ২-০ করেন তিনি। ম্যাচের ৭০ মিনিটে গোল ব্যবধান ৩-০ করেন রাব্বি।

এর পরেই এক গোল হজম করেন গোলরক্ষক আসিফ হোসেন। ম্যাচের ৭৯ মিনিটে গোল করেন নেপালের সামির তামাঙ্গ। তাতে অবশ্য বড় জয় আটকায়নি। অতিরিক্ত যোগ করা ১০ মিনিটে জয়ের ব্যবধান বাড়ান পিয়াস। আর তাতেই ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠে ছাড়ে কুড়ির যুবারা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img