১৫ জানুয়ারি ২০২৫, বুধবার

নেপালে জেমি ডে’র বড় স্বপ্ন!

- Advertisement -

ডিফেন্স আগলে রেখে, লং পাসে কাউন্টার অ্যাটাক পরিকল্পনা। দুইদিনের অনুশীলন দেখে পরিষ্কার, নেপাল সফরে এমন স্ট্র্যাটেজিতেই খেলবে জাতীয় ফুটবল দল।

স্বাগতিক নেপাল ও কিরগিজস্তান অ-২৩ দলের বিপক্ষে তিন জাতির টুর্নামেন্ট খেলতে ১৮ মার্চ নেপাল যাচ্ছে টিম বাংলাদেশ। মঙ্গলবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে জেমি ডে জানিয়েছেন,ট্রফি জিততে পারলে দারুন হবে। তবে এই সফরে ভালো ফুটবলের পাশাপাশি তরুন খেলোয়াড়দের পোক্ত করাই হবে মূল লক্ষ্য।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ২৩ থেকে ২৯ মার্চ পর্যন্ত চলবে এই আসর। একে অন্যের সাথে একটা করে ম্যাচ। ফাইনালে উঠলে তিনটা ম্যাচ পাবে লাল সবুজ প্রতিনিধিরা। গেলো দুই মাস প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকায় ২৪ জনের বাংলাদেশ দলের সবাই ফিট। হেড কোচ জানিয়েছেন, প্রত্যেকের ফিটনেস আর খেলার মান বেশ।

ঢাকা পর্বে তিন দিন অনুশীলন। নেপালে গিয়ে আরো চারদিন হবে প্র্যাকটিস। সূচী চূড়ান্ত না হলেও, ২৩ মার্চ উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের মাঠে নামার কথা।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img