৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার

নেপালের বিপক্ষে আক্রমণাত্মক ফুটবল খেলতে চায় বাংলাদেশ

- Advertisement -

বুধবার নেপালের বিপক্ষে জিততেই হবে এমন সমীকরণ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। জয়ের নেই কোনো বিকল্প, তাই অস্কার ব্রুজন আক্রমণাত্মক খেলার দিকেই দিচ্ছেন গুরুত্ব। কৌশলগত দিক থেকে চূড়ান্ত অবস্থানে পৌছতেই সোমবার প্রায় দুই ঘন্টা ঘাম ঝড়িয়েছে খেলোয়াড়েরা।

দুই হলুদ কার্ড দেখার কারণে মালদ্বীপের বিপক্ষে ম্যাচে দলের বাইরে ছিলেন ফরোয়ার্ড রাকিব হোসেন। প্রথম ম্যাচে খেলেছেন দুর্দান্ত, সর্বশেষ ম্যাচে সাইডবেঞ্চে বসেই দেখেছেন দলের পরাজয়। কেমন লেগেছিল রাকিবের, প্র্যাকটিস শেষে জানিয়েছেন নিজেই, “একটু কষ্ট লাগছে। দল হারছে, কষ্ট লাগাটাই স্বাভাবিক। সামনের ম্যাচে ভালো খেলে দলকে জয় এনে দিতে চাই”

নিজের পরিকল্পনাটাই হয়তো বোঝাচ্ছেন কোচ

দলের টানা খেলার কারণেই হয়তো জয়টা আসেনি মালদ্বীপের বিপক্ষে এমনটা বলেছেন রাকিবও, “সবাই নিজেদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। আসলে, টানা ম্যাচ খেলাতে দলের প্রত্যেকেই অনেক ক্লান্ত। নাহলে হয়তো ফলাফলটা অন্যরকমও হতে পারতো। পরের ম্যাচে সবাই ভালো খেলার জন্য মুখিয়ে আছে”

নেপালের বিপক্ষে জয়ের নেই কোনো বিকল্প। জিততে হলে চাই গোল; নিজেও যেহেতু একজন ফরোয়ার্ড তাই ভাবনাটা কি জানিয়েছেন রাকিব, “আমরা সবাই গোল করতে চাই। কিন্তু সবসময়ই হয়না। আগামী ম্যাচে যদি কোচের কথা ঠিকমতো শুনতে পারি, তাহলে ভালো কিছুই হবে”

নেপাল ম্যাচের আগে দলের সকল খেলোয়াড় শারীরিকভাবে সুস্থ আছেন; সেইসাথে নিজেদের সেরাটা উজাড় করে দেয়ার জন্য প্রস্তুতও। আক্রমণাত্মক ফুটবল খেলবে দল, এমনটা জানিয়েছেন অল্প কয়েকদিনেই ভরসা অর্জন করে নেয়া রাকিব। মঙ্গলবার বিকাল চারটায় প্র্যাকটিসে নামবে বাংলাদেশ ফুটবল দল।

- Advertisement -spot_img
- Advertisement -

সর্বশেষ

- Advertisement -
- Advertisement -spot_img