বিশ্বকাপ মানেই আলোচনা। কে সেরা, কোন দল ফেভারিট; ইত্যাদি, ইত্যাদি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপও তার ব্যতিক্রম নয়। বিশ্লেষকরা গণমাধ্যমে নিজেদের মতামত দিচ্ছেন। সেই মত নিয়েও হচ্ছে আলোচনা। এই যেমন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং মনে করেন, ভারতের জাসপ্রিত বুমরাহ ও অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড হবে এবারের বিশ্বকাপের সেরা দুই।
আইসিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ভাবনা জানিয়েছেন পন্টিং। তার চোখে বুমরা-হেড কেনো এগিয়ে সেটাও খোলাসা করেছেন।
“আমার ধারণা সর্বোচ্চ রান করবে ট্রেভিস হেড। গত ক’ছর ধরে লাল বল, সাদা বলে সে নিজের সামর্থ্য বুঝিয়েছে। আমার মনে হয় সে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে। আমি নিশ্চিত বিশ্বকাপে সে সর্বোচ্চ রান করবে। সে যত বেশি সময় উইকেটে থাকবে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা তত বাড়বে।“- হেডকে নিয়ে পন্টিং
“আমার মনে হয়, সর্বোচ্চ উইকেট শিকারী হবে জাসপ্রিত বুমরাহ। দুর্দান্ত পারফর্মার, অনেক দিন ধরেই দলীয় সাফল্যে অবদান রাখছে। নতুন বল, পুরনো বলে সমান পারদর্শী। নতুন বলে সে স্যুয়িং করাতে পারে। শেষ দিকে তার ইকনোমি মাত্র সাত, উইকেট নিতেও দক্ষ। সে অনেক আঁটসাঁট ওভার করে। কাজেই আমি তাকেই বেছে নিচ্ছি।“– বুমরাকে নিয়ে পন্টিং
আগামী ২ জুন স্বাগতিক যুক্তরাষ্ট্র-কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৫ জুন, অস্ট্রেলিয়া ৬ জুন।